
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হন মো. শিহাব (১৭) নামের এক কিশোর। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
শিহাব উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। চলতি বছর সে এসএসসি পাস করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাতে শিহাব বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সেখানে পৌঁছানোর পর প্রেমিকার আত্মীয়রা তাকে তাড়া করে। প্রাণ বাঁচাতে শিহাব অন্ধকারে দৌড়ে পালানোর সময় একটি পুকুরে ঝাঁপ দেয়। এরপর কয়েকজন ওই পুকুরে নেমে তাকে ধরে পিটুনি শুরু করে। পরে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় সে জ্ঞান ফেরেনি। ১২ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে তার মৃত্যু হয়।
ঘটনার পর ২৪ অক্টোবর রাতে শিহাবের বাবা মিজানুর রহমান রিপন গোদাগাড়ী থানায় একটি মামলা করেন। মামলায় রতন আলী (৩২), মো. কানন (২২), সুজন আলী (৩২), ইয়ার উদ্দীন (৩২), মো. শরীফ (৩৫), মো. রাব্বি (২৫), মো. হালিম (৩০) ও মো. কলিম (৩২)–সহ নয়জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও আট-নয়জনকেও আসামি করা হয়েছে।
তবে শনিবার দুপুর পর্যন্ত আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শিহাব হামলার শিকার হয়েছিল। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই নির্মম ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩