নিজস্ব প্রতিবেদকঃ-
২৯শে অক্টোবর ২০২৫ইং(বুধবার)।
রাজশাহীর পবা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির প্রয়াত যুগ্ম-আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হরিপুর বাজারে জেলা তাঁতীদলের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাতেও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মুহাম্মদ মহসিন। তিনি বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তাঁর আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। কাজী রেজাউল করিম রানা ছিলেন একজন সাহসী, মেধাবী ও নিবেদিতপ্রাণ সংগঠক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পথ দেখাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. মুঈদ খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন,
শহীদ জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। সাধারণ মানুষের অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা— সেই আন্দোলন আজও অব্যাহত।
তিনি আরও বলেন,
বিএনপি নেতৃত্বকে দুর্বল করতে নানা সময়ে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু জনগণের ভালোবাসাই আমাদের আসল শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে দৃঢ়তা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর সুস্থতার জন্য নিরন্তর দোয়া করি।
সভাপতির বক্তব্যে কুতুব উদ্দিন বাদশা বলেন,
প্রয়াত কাজী রেজাউল করিম রানা ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তাঁতীদলের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি নেতাকর্মীদের সুখে–দুঃখে পাশে থেকেছেন। তাঁর শুন্যতা সহজে পূরণ হবার নয়।
দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন নওহাটা পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক আজিজুল রহমান, হরিপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সোহেল, গোদাগাড়ী উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা তাতিদলের সাবেক সদস্য মোঃ সুজন আহমেদ রাজ, বিপ্লব, সোনারুল, হেলাল উদ্দিন, বুলবুল, শামীম, ফারুক, এবং জেলা তাতিদলের নেতা কাজল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা তাঁতীদল, বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত নেতা কাজী রেজাউল করিম রানা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ, হরিপুর হাটে উপস্থিত নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের রূপরেখা' ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।
এই কার্যক্রমে তারা সাধারণ মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং এর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩