
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় শিক্ষকদের দাবী-দাওয়া নিয়ে ঢাকায় আন্দোলনের সময় পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার সকাল থেকে শিক্ষকরা এই কর্মসূচী পালন করছেন। শিক্ষার্থীরা স্কুলে আসলে তাদের কোন ক্লাস নেয়নি শিক্ষকরা।
শিক্ষকরা বলেন, ঢাকায় শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানান। অবিলম্বে তাদের দাবী মেনে নেওয়ারও দাবী । সরকার তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা ক্লাসে ফিরবোনা।
উপজেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক ফারহানা আক্তারের সভাপতিত্বে কর্মবিরতির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, পয়সারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বিএইচপি একাডেমীর শিক্ষক মাওলানা ফজলুল হক, আবু কালাম আজাদ, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়াসহ প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩