

গাজীপুর মহানগরের গাছা থানায় স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে ‘জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার’ দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, নিহতের নাম মোসাঃ সোহেলা খাতুন (৪২)। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং শরীফপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যান চালক। দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।
কিছুদিন আগে সোহেলা খাতুন স্বামী কালু শেখকে তালাক দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে রাস্তায় একা পেয়ে স্বামী ছুরি দিয়ে গলায় আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩