নিজস্ব প্রতিবেদক:বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ১১ই অক্টোবর ৫নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাঝিড়া ইউনিয়ন বিএনপির সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ কর্মসূচির নেতৃত্ব দেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) শাজাহানপুর উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।
গণসংযোগকালে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা, যা জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, রফিকুল ইসলাম কাজী, মাহবুবুর রহমান মোল্লা, সাহেব আলীসহ স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির চলমান আন্দোলন ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জনগণের সমর্থন কামনা করা হয়। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার, জনঅধিকার প্রতিষ্ঠা ও মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩