
গাজীপুর মহানগরের গাছা থানায় মারধর ও হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ দায়েরের পরও মামলা না নিয়ে ছয় দিন পর সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ সোহেল রানা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে উত্তর খাইলকুর এলাকায় পানির পাইপলাইন ও দেয়াল প্লাস্টারের কাজ চলাকালে স্থানীয় ফরহাদ আলী, তার ছেলে ফারুক হোসেন ও স্ত্রী শাহিদা বেগম বাধা দিয়ে তাকে গালাগাল ও মারধর করে। এসময় সোহেলের মা আমেলা খাতুন ছুটে এলে তার ওপরও হামলা চালানো হয়। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়, বিবাদীরা এলাকায় মাদকাসক্ত ও উশৃঙ্খল হিসেবে পরিচিত, তাদের নামে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ ভুক্তভোগীর কাছে সংরক্ষিত আছে।
সোহেল রানা জানান, তিনি ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানা করে। অবশেষে ২ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭) এন্ট্রি করে তাকে শান্তনা দিয়ে থানা থেকে বিদায় দেয়।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের গুরুতর ঘটনার পর মামলা না নিয়ে শুধু জিডি এন্ট্রি করা ভুক্তভোগীদের প্রতি অবিচার। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জিডি করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে মামলার পরিবর্তে শুধু জিডি এন্ট্রি হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩