
সৌদিআরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশ নেয়া ২য় ম্যাচে বরিশাল বাদশাসকে ৬৬ রানে হারিয়ে চাঁদপুর সুলতানসের জয়লাভ।
২৭ সেপ্টেম্বর রাতে সৌদি আরব সময় রাত ১২ টায় রিয়াদের দিরাব ক্রিকেটে স্টেডিয়াম খেলা অনুষ্ঠিত হয়েছে।
টস জিতে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪ ওভারে ২২০ রান করে।
অপরদিকে বরিশাল বাদশাস ২২১ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে ১৫৪ রানে অল উইকেট হারিয়ে পরাজিত হয়।
২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চাঁদপুর সুলতানস কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে জয়লাভ করে।
টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম জয়লাভ করায় খেলোয়ার এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, ফখরুল ইসলাম বিলাস, মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়া মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ প্রবাসী চাঁদপুর বিপুলসংখ্যক দর্শকরা মাঠের গ্যালারি বসে খেলা উপভোগ করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের পাকিস্তানি আইকনিক ক্রিকেটার তৈমুর মির্জা।
টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করায় চাঁদপুর সুলতানস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।
সুলতানস জয়লাভ করায় দর্শক ও খেলোয়াড়রা আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিজয়ের উল্লাসে কতিপয় খেলোয়াড় আনন্দ চিত্তে মাঠের মধ্যেই সিজদায় লুটিয়ে পড়ে।
আগামী ৩০ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্স এর মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রবাসের মাটিতে কায়িক শ্রমের পাশাপাশি বিনোদন মুলক মানসিক প্রভাব বিস্তারে খেলার বিকল্প নেই। পরবর্তী খেলা গুলো আনন্দচিত্তে উপভোগ করার জন্য আহ্বান জানান প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ কতৃপক্ষ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩