প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১২:৫০ পি.এম
গাজীপুরে ডিবি পরিচয়ে হামলা, টাকা দাবি ও লুটপাটের অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের গাছা থানার উত্তর খাইলকুর এলাকায় ডিবি পুলিশ ও সোর্স পরিচয়ে বাড়িতে ঢুকে হামলা, টাকা দাবি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী নাজমা আক্তার জানান, ২১ সেপ্টেম্বর রাত প্রায় ১১টার দিকে এসআই সজল ও এসআই মেহেদীসহ ৮–৯ জন সদস্য তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁর স্বামীকে গাঁজার অপবাদ দিয়ে এক লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথারি মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়। একই সঙ্গে তাঁর ৭০ বছর বয়সী শাশুড়িকে আটক করে গাঁজা মামলায় চালান দেয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা ফোনে তাঁর স্বামীকে গালিগালাজ করে টাকা দিতে চাপ দেয় এবং টাকা না দেয়ায় বৃদ্ধাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরে ২৩ সেপ্টেম্বর ভোরে বাসা ফাঁকা পেয়ে সোর্সরা দুইটি টিভি, গ্যাস সিলিন্ডার, চুলা ও মোবাইল ফোনসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
১. মৃত আলাউদ্দিনের পুত্র ফরমা কানা শামীম (৪২)
২. উত্তর খাইলকুরের মো. মতিউর রহমানের পুত্র রাজু (২৬)
৩. সুন্দর আলীর পুত্র সুজন (৩০)
৪. আনোয়ার (৩৩), পিতা অজ্ঞাত
৫. হৃদয় (৩০), পিতা অজ্ঞাত
ভুক্তভোগীদের দাবি, ডিবি পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হলে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
এ বিষয়ে এসআই সজল বলেন, “টাকা দাবি বা চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। আমরা নিয়ম মেনেই আইনগত পদক্ষেপ নিয়েছি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩