

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত স্থানীয় যুবদল কর্মী আল-আমিন বাবুর পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
রবিবার তিনি নিহত বাবুর খোঁজ নিতে টঙ্গীর রেল কলোনী বস্তির ভাড়া বাসায় গিয়ে তাঁর মা আয়েশার হাতে নগদ অনুদান তুলে দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
আল-আমিন বাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আট বছর আগে বাবার মৃত্যুর পর থেকেই সংসারের হাল ধরেন তিনি। দুই ভাইবোনের মধ্যে বড় ছিলেন বাবু। আলোচিত কেমিক্যাল গুদামের পাশের একটি হার্ডওয়্যার দোকানে কাজ করতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় দমকল কর্মীদের সহায়তা করতে গিয়ে দগ্ধ হন বাবু। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের মা আয়েশা জানান, বাবুই ছিলো পরিবারের ভরসা। এখনও পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পক্ষ থেকে তারা কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩