
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার আজ রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপালনরত ফোর্স সদস্যদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তদন্তকেন্দ্রের ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও গোসলখানা ঘুরে দেখেন। বিভিন্ন স্থাপনার সার্বিক অবস্থা তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মাননীয় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন— “দুর্গাপূজার সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রতিটি সদস্যকে সতর্ক, পেশাদার ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন। এজন্য তিনি ফোর্সকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া পুলিশ সুপার সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন—“পুলিশ সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও অন্যান্য সুযোগ-সুবিধার মান উন্নয়নে আমরা নিয়মিত কাজ করছি। তাঁদের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
পুলিশ সুপার আরও বলেন, দায়িত্বপালনের পাশাপাশি ফোর্সের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও প্রাত্যহিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জেলা পুলিশ নিরন্তর উদ্যোগ গ্রহণ করবে।
তাঁর এ আশ্বাসে উপস্থিত ফোর্স সদস্যরা অনুপ্রাণিত হন এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা অনুভব করেন। এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ও রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩