
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের সার্বিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার ভুয়সী প্রশংসায় পঞ্চমুখ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাঁশখালী থানা বাসীর খুব অল্প সময়ে আস্থা অর্জন করে নিয়েছেন চট্টগ্রাম বিভাগের বাঁশখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম। দেশের এই ক্লান্তিলগ্মে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়েছেন তিনি। বাঁশখালী থানা প্রতিবেদনে জানা গেছে, বর্তমান ওসি মোঃ সাইফুল ইসলাম কর্মস্থলে যোগদানের পর থেকে এ পর্যন্ত এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানী, ভূমিদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায়, ইভটিজিং, বাল্য বিয়ে নারী শিশু নির্যাতন, মানব পাচার, মাদকের আগ্রাসণ প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা থেকে শুরু করে অসংখ্য পরিমান মাদক, নগদ টাকা স্বর্ণালংকার, অস্ত্র উদ্ধার ও গ্রেফতার তামিলে সাফল্য দেখিয়েছেন এবং নিয়মিত অভিযান চলমান রেখেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য।
থানা প্রতিবেদন সূত্রে আরো জানা যায় যে, বর্তমান ওসির দায়িত্ব পালনকালীন সময়ে সবচেয়ে মাদক মামলার ছাত্রলীগের যুবলীগ,আওয়ামী লীগের নেতারা ব্যাপক গ্রেফতার হয়েছে। আরো ডাকাতি,ছিনতাই অসংখ্য মামলার আসামি হাজতে গেছেন এবং অভিযান চলমান রেখেছেন।
বাঁশখালী থানার বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আগে বাঁশখালী পুকুরিয়া থেকে শুরু করে পর্যন্ত থানা এলাকায় ছিনতাই, যানযট, দখল বে দখল চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অসহনীয় অপরাধের ঘটনা সংঘঠিত হতে দেখা যেতো একই সাথে ওসি বা থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে নিরীহ লোকজনদের নানাভাবে শোষন নির্যাতন হয়রানির মতো ঘটনা অহরহ দেখে গেলেও বর্তমান ওসি মোঃ সাইফুল ইসলামের দায়িত্ব পালনকালীন সময়ে খুব কমই মিলে সে চিত্রের দেখা। এছাড়া বাঁশখালী থানার অফিসার ফোর্সদের সাথে কথা বলে এমন একজন মানুষের সান্নিধ্যে কাজ করা খুবই গর্বের বিষয়।
পর্যালেচনায় আরো দেখা গেছে যে বাঁশখালী থানার বর্তমান ওসি থানায় যোগদানের পর থেকে থানায় আগন্তুক দর্শনাথী ও ভুক্তভোগীদের কোন নেতা বা দালালের সংস্পর্ষ না নিয়ে সরাসরি ওসির সাথে সাক্ষাতের মাধ্যমে আইনি সহায়তা গ্রহনের পরামর্শ দেন। এছাড়া উধর্বতন মহলের নির্দেশনা ও প্রযুক্তি অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে বাঁশখালী থানা পুলিশের কার্যক্রমে নতুনত্ব এনে সরাসরী পুলিশের সেবা দেওয়ার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। বাঁশখালী থানা এলাকার স্থানীয়রা বলেন, বর্তমানে থানায় আগের মতো কোনো টাউট, বাটপার বা দালালের দৌরাত্ম নেই। প্রতারক লোকজনের সংস্পর্ষ ছাড়াই আইনী সহায়তা প্রত্যাশি মানুষ ওসির সাথে সরাসরি দেখা করে সম্যসা সমাধান পাচ্ছেন। বর্তমান ওসি'র শাসনামলেই তারা অনেক নিরাপদ। আর এতে তারা মহাখুশি। পুলিশের চলমান ভূমিকায় সন্তষ্ট প্রকাশ করেছেন সাধারণ জনতা।
এসময়ে সৎ দক্ষ, সাহসী এ অফিসার যেন পুলিশ বাহিনীর গর্ব। জনগণের আস্থা ধরে রাখতে এমন পুলিশ অফিসারের প্রয়োজন বলে মনে করেন সাধারণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বাঁশখালী থানা বাসীকে বারবার একটি ম্যাসেজ দেন ওসি মোঃ সাইফুল ইসলাম আইন নিজের হাতে তুলে না নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যাই সেই অপরাধীর উপযুক্ত আইনগত ব্যবস্থা নিব। মনে রাখবেন সকলে আইন সকলের জন্য সমান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩