
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৭টি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্টানগুলো হল- নিগমানন্দ মেডিকেল হল, আক্তার মেডিকেল হল, ফাহিম মেডিকো, নিউ ইসলামিয়া ফার্মেসি, ইকবাল মেডিকেল হল, মদিনা ফার্মেসি, মায়ের দোয়া ফার্মেসি।
রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জলদী পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল, এবং নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ মজুদ ও বিক্রি করা হচ্ছিল।
এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ৭টি মামলায় ৭ জনকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রাম এর দুইজন ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ হাসান ও মো. ফজলুল হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানী আকন বলেন— “মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যাবে না। মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে ওষুধ বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে ফার্মেসিগুলো মনিটরিং করা হবে।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩