মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে।
র্যালিটি বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় থেকে বের হয়ে বরকল-বরমা সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক পদ প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব পদ প্রত্যাশী শহিদ খাঁন।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন বিএনপির নেতা জারুল্লাহ, দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মউদ্দীন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক, মোনায়েম খাঁন, চন্দনাইশ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য মোঃ ফারুক মিয়া। আবু সিদ্দিক, আবুল কালাম, আজিজুর রহমান, ডা: মোজ্জামেল, মোঃ সোলাইমান, মমতাজ, জাগের, মালেক, আহাসানউল্লাহ, সাইফুদ্দীন, সেলিম, বাবু, সোহেল, নাজিম, শাহ আলম, আজিজ, পারভেজ, জাহাঙ্গীর, হানিফ, আবদুল নবীসহ উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসবক দল, ছাত্রদল,কৃষক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী।
র্যালিতে দলীয় নেতাকর্মীরা দলীয় জাতীয় পতাকা, দলীয় প্রতিক নিয়ে নেচে গেয়ে অংশগ্রহন করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আবারো গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্টিত হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩