মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়।
জেলা যুব ভবনে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। শুরুতে যুবদের নিয়ে শপথ বাক্য পাঠ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।
স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর। পরে উপপরিচালক মোঃ আব্দুল কাদের প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার সফল উদ্যোক্তারা তাঁদের সাফল্যের গল্প শোনান—তাঁদের মধ্যে ছিলেন মোঃ সোহানুর রহমান (রামপাল), মোহাম্মদ আলী (মোংলা) এবং রুবেল হোসেন, সাবিনা ইয়াসমিন ও নাসরিন আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসকে বাদশাহ, এনসিপি প্রতিনিধি লাবীব আহমেদ, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও জেলার বিভিন্ন যুব সংগঠনের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩