প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:৩৭ পি.এম
ওয়ান ম্যান আর্মির রোড টু গ্রীন আর্থ এর তৃতীয় পর্ব সম্পন্ন

মুহিবুল হাসান রাফি,স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।

পরিবেশ সচেতনতায় নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হলো রোড টু গ্রীণ আর্থ ৪.০ এর তৃতীয় পর্ব ❝সবুজ চিন্তা, সবুজ কর্ম❞।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উক্ত আয়োজন।
পরিবেশের বিভিন্ন দিক নিয়ে সম্পন্ন হয় চমৎকার একটা আলোচনা,এতে ওঠে এসেছে উপকারী,অপকারী ও করণীয় দিক।শিক্ষামূলক আয়োজনের পর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। সেরা প্রতিযোগীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে, যাতে তারা বাস্তবেই সবুজের চর্চা শুরু করতে পারে।
প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন,প্রত্যেক শিক্ষার্থীর বইয়ের বাইরেও পরিবেশ বিষয়ক জ্ঞান থাকা প্রয়োজন।” আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষার্থীদের আগ্রহ ও স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুমান করা যায় তারা ইতিমধ্যে পরিবেশ নিয়ে সচেতন হয়ে ওঠছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩