সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে এক প্রবাসীর ৩ টি বসত ঘরসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে ওই প্রবাসীর প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের মালেশিয়া প্রবাসী আব্দুল মান্নানের বাড়িতে। তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ রূপ ধারণ করে। ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আমরা ওই বাড়ির আলমিরার লকারে রাখা ১০ লক্ষ নগদ টাকা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সক্ষম হই।
প্রত্যক্ষদর্শী জহুরুল মাষ্টার জানান, ভয়াবহ ওই অগ্নিকান্ডে মালেশিয়া প্রবাসী ওই ব্যক্তির বাড়ির ৩টি বসত ঘর, একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা তিনটি গরু পুড়ে মারা যায়। এতে তাঁর নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও গবাদিপশুসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩